Home প্রবাস প্রবাসী মতলব সমিতির কার্যকরী কমিটি গঠন

প্রবাসী মতলব সমিতির কার্যকরী কমিটি গঠন

by Chokh News

 

 

 

 

 

গত ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার , প্রবাসী মতলব সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়, জ্যাকসন হাইটসের মামা’স  পার্টি সেন্টারে। সভায় সভাপিতির শুভেচ্ছা বক্তব্যের পরে সংগঠনের সাধারণ সম্পাদক বছরের আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন। সমিতির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরুহয় রাত ৭টার সময়।

সাধারণ সভার প্রধান এজেন্ডা ছিল কার্যকরী কমিটির নির্বাচন। সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টামন্ডলী, আজীবন সদস্যরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন এবং অভিন্ন মতে  পৌছান যে, বর্তমান কমিটিই আগামী ২০২৪-২০২৫ পর্যন্ত বলবত থাকবে। প্রস্তাবটি উপস্থিত উপস্থিত সকলের সম্মতিক্রমে পাস হয়।

সভায়  অন্নান্যের মধ্যে উপস্থিত  ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কবির রতন, শাহদাৎ হোসেন, জ্যুতিস চন্দ্র কির্তনিয়া, মোঃ ফয়েজ উল্লাহ, সাকিল মিয়া, মিয়া ওবায়েদুর রহমান লিটন, উপদেষ্টা বৃন্দ, কার্যকরী কমিটির  সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, রাবেয়া বরসী, ভবোতোষ চন্দ সাহা,  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সরোয়ার ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবুর রহমান, প্রচার সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More